শিলিগুড়ি, ২ অক্টোবরঃ বিজ্ঞাপনের গেট লাগানো নিয়ে ঝামেলা।শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কাছে অভিযোগ করলেন চম্পাসারির সব্যসাচী দূর্গা পূজা কমিটি।
চম্পাসারির সব্যসাচী দূর্গা পূজা কমিটির তরফে জানা গিয়েছে, এই ক্লাব বহুদিনের পুরোনো।চম্পাসারির এলাকায় সব্যসাচী দূর্গা পূজা কমিটি ছাড়াও জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার রয়েছে।পুজোর সময় প্রতিবছর কমিটির তরফে বিজ্ঞাপনের গেট লাগানো হয়।
তাদের অভিযোগ, এবছর কাউন্সিলর দিলীপ বর্মন নিজের ইচ্ছেমত চম্পাসারি মেইন রোডে বিজ্ঞাপনের গেট দখল করে নিজের ব্যক্তিগত স্বাগত জানানোর গেট তৈরির কাজ শুরু করেন।এই নিয়েই ঝামেলার সূত্রপাত।এই সমস্যা সমাধানের জন্য চম্পাসারির সব্যসাচী দূর্গা পূজা কমিটি মেয়রের কাছে অভিযোগ করেন।মেয়র কাউন্সিলর দিলীপ বর্মনকে সমস্যা সমাধানের জন্য বলেন কিন্তু তিনি কোন কথা শোনেননি।এরপরই আজ ইমেলের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কাছে অভিযোগ জানান পূজা কমিটির সদস্যরা।চম্পাসারির সব্যসাচী দূর্গা পূজা কমিটির দাবী চম্পাসারির মেইন গেট তাদের জন্য ছেড়ে দেওয়া হোক।
এই বিষয়ে কাউন্সিলর দিলীপ বর্মন জানান, গেটটি তৈরির আগে ক্লাবের সঙ্গে কথা বলা হয়েছিল।এটি ব্যক্তিগত নয় পুরনিগমের গেট।ব্যক্তিগত কোন গেট লাগানো হচ্ছে না বলে জানান তিনি।