নকশালবাড়ি, ৮ সেপ্টেম্বরঃ নকশালবাড়ি সারদা বিদ্যামন্দিরের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে বিজ্ঞান মেলার আয়োজন করা হল।
এদিন বিজ্ঞান মেলায় উপস্থিত ছিলেন ইসরোর বিজ্ঞানী ডঃ রাজদীপ রায়, শান্তি স্বরুপ ভাটনগর পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানী ডঃ পার্থ সারথী চক্রবর্তী, বিজ্ঞান ভারতীর ন্যাশনাল সেক্রেটারি প্রবীন রামদাস, জাতীয় বিদ্যার্থী বিজ্ঞান মন্থন কোর্ডিনেটর ডঃ ময়ুরী দত্ত, রাস্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রান্ত প্রচারক শ্যামাচরণ রায়, রমাকান্ত মহন্ত সহ অন্যান্যরা।
জানা গিয়েছে, এদিন জেলার সরকারি ও বেসরকারি স্কুল মিলিয়ে মোট ১৫টি স্কুল এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে।কুইজ সহ বিজ্ঞান বিষয়ক একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।দুই বিজ্ঞানী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইসরোর বিজ্ঞানী ডঃ রাজদীপ রায় জানান, শিক্ষার্থীদের মধ্যে আসতে পেরে ভালো লাগছে।বর্তমানে ইসরোর গগণায়ান মিশনের প্রক্রিয়া চলছে।এবছর একটি রোবট পাঠানো হবে।
অন্যদিকে আইআইটি খড়কপুরের বিজ্ঞানী ডঃ পার্থ সারথি চক্রবর্তী বিশ্ব উষ্ণায়নের বিভিন্ন তথ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার ওপর জোর দেন।