শিলিগুড়ি, ২৭ আগস্টঃ বাড়ছে ছিনতাইয়ের ঘটনা।নিরাপত্তা নিয়ে চিন্তিত বিধান মার্কেটের ব্যবসায়ীরা।শুক্রবার পুলিশের সঙ্গে বৈঠকে বসলেন বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যরা।কয়েকদিন ধরে বিধান মার্কেটে ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে অভিযোগ ব্যবসায়ীদের।এর আগে দোকানগুলিত চুরি বাড়তে থাকায় ব্যবসায়ী সমিতি নিরাপত্তারক্ষী নিয়োগ করে।
কিন্তু এবার ছিনতাই বাড়তে থাকায় মার্কেটের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।ভিড় বাজারে সুযোগ পেলেই ব্যাগ, টাকা, মোবাইল ছিনতাই করে পালাচ্ছে দুষ্কৃতী দল।মার্কেটের বিভিন্ন রাস্তায় সিসি ক্যামেরা না থাকায় এদের ধরাও যাচ্ছেনা।শুক্রবার এসব নিয়ে পুলিশের সঙ্গে আলোচনায় বসে ব্যবসায়ীরা।
ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপি সাহা বলেন, বাজারের মধ্যে বিভিন্ন রাস্তায় সিসি ক্যামেরার প্রয়োজন রয়েছে।এসজেডিএ সিসি ক্যামেরা লাগাবে বলেছিল।আমরা বিষয়টি নিয়ে নতুন চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো।