বাগডোগরা, ২১ নভেম্বরঃ বিহার নির্বাচনে ৫ টি আসনে জয়ী হয়েছে AIMIM।নির্বাচনে জয়ের পর বিহার সফরে গেলেন AIMIM সুপ্রিমো আশাদউদ্দিন ওয়াইসি।
শুক্রবার বাগডোগরা বিমানবন্দরে নেমে বিহার নির্বাচনে সীমাঞ্চল এলাকায় জয়ের জন্য বিহারের মানুষকে ধন্যবাদ জানান সুপ্রিমো আশাদউদ্দিন ওয়াইসি।এদিন মুখ্যমন্ত্রীর SIR বিরোধিতা ও বন্ধের আবেদন নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলবেন, আমার কিছু বলার নেই। পরে সড়ক পথে বিহারের উদ্দেশ্যে রওনা দেন তিনি ।
