শিলিগুড়ি,৮ আগস্টঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিহারে পাচারের আগে প্রচুর পরিমাণে বিদেশি মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ।ধৃতের নাম সুরজ কুমার।বিহারের বাসিন্দা ধৃত।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে শিলিগুড়ি থেকে বিদেশি মদ নিয়ে বিহারে যাওয়ার জন্য জংশন বিহার বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষা করছিল সুরজ কুমার।সেইসময় গোপন সূত্রের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে সুরজের ব্যাগে তল্লাশি চালায় পুলিশ।উদ্ধার হয় প্রচুর বিদেশি মদ।
আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।