শিলিগুড়ি,১৯ এপ্রিলঃ বিহারে পাচারের আগে গাঁজা সহ গ্রেফতার যুবক।ধৃতের নাম মহম্মদ আজিবুল(২৫)।ধৃত জালাস নিজামতারা অঞ্চলের মুন্সিবাড়ি এলাকার টামবাড়ি গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার ভোরে বাইকে করে বিহারে এই গাঁজা পাচারের চেষ্টা করছিল অভিযুক্ত যুবক।বিষয়টি জানতে পেরেই ফাঁসিদেওয়া থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে গোয়ালটুলি মোড় থেকে গাঁজা সহ মহম্মদ আজিবুলকে গ্রেফতার করে পুলিশ।ধৃতের হেফাজত থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে।আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
