নিঃশুল্ক কোচিং ক্লাসের শেষ দিনে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালো বিহারী কল্যাণ মঞ্চ  

শিলিগুড়ি, ১৬ ফেব্রুয়ারিঃ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে শিলিগুড়িতে বিহারী কল্যাণ মঞ্চের তরফে আয়োজিত কোচিং ক্লাস আজ সম্পন্ন হল।জানা গিয়েছে, গত ৪ বছর থেকে বিহারী কল্যাণ মঞ্চের তরফে মাধ্যমিক পরীক্ষার আগে ৩ মাস ছাত্রছাত্রীদের বিনামূল্যে কোচিং করানো হয়।এবারও ডিসেম্বর মাসে কোচিং ক্লাস শুরু হয়।এই কোচিং সেন্টারে প্রায় ১৯৮ জন ছাত্রছাত্রীকে কোচিং দেওয়া হয়েছে।


পারিবারিক আর্থিক অবস্থার কারনে অনেক পরিবারের ছেলেমেয়েরা ভালো কোচিং নিতে পারে না তাদের সাহায্য করতেই এই ধরণের উদ্যোগ নিয়েছে বিহারি কল্যাণ মঞ্চ।আজ ক্লাসের শেষ দিনে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার বিভিন্ন সামগ্রী সহ মিষ্টি তুলে দিয়ে শুভকামনা জানানো হয়।

এদিনের কর্মসূচীতে জেলা বিচারক উত্তর সাহু, শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য, সমাজসেবী কুন্তল গোস্বামী, সুজিত রাহা, বিহারী কল্যাণ মঞ্চের চেয়ারম্যান গণেশ ত্রিপাঠি, সভাপতি বিপিন বিহারী গুপ্তা, সম্পাদক কর্মবীর সিং সহ অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *