শিলিগুড়ি, ১ মেঃ শিলিগুড়ি, ১ মেঃ শুক্রবার বিহার এবং নেপাল সীমান্ত পরিদর্শন করল কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। কেন্দ্রীয় দলের সদস্যরা এদিন প্রথমে বিহার-বাংলা সীমান্তের গলগলিয়া এলাকা পরিদর্শন করেন। গলগলিয়া সীমান্তে উপস্থিত আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তারা।
এরপরই ভারত-নেপাল সীমান্ত পরিদর্শনে পানিট্যাঙ্কিতে যান কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। সেখানে সীমান্তে পাহারারত এসএসবি আধিকারিকদের সাথে কথা বলেন তারা। এছাড়া যাতায়াতের সময় তারা লকডাউনের পরিস্থিতিও খতিয়ে দেখেন।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি সহ বেশকিছু জেলা রেড জোন ঘোষণা নিয়ে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান বিনীত যোশী সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সমস্ত নিয়ম মেনেই গাইডলাইন অনুসারে জেলা গুলিকে রেড জোন ঘোষণা করেছে।
অন্যদিকে, স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। লকডাউনের বর্তমান পরিস্থিতি নিয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারকে বৈঠকের জন্য ডাকা হয় কিন্তু সেই বৈঠকে তিনি আসেননি।