রাজগঞ্জ, ৭ মেঃ বিহার থেকে পায়ে হেঁটে কোচবিহার যাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা।বুধবার গভীর রাতে প্রায় ৭০ জন শ্রমিক রওনা দিয়েছেন।তাদের মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু।বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়িতে পৌঁছেছেন তারা।তবে হাটার বিরাম নেই।
শ্রমিকরা জানিয়েছেন, প্রায় ছয় মাস আগে কোচবিহার থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে বিহার সীমান্তে ইটভাটার কাজে গিয়েছিলেন।কিন্তু লকডাউন শুরু হওয়ায় কাজ বন্ধ হয়ে যায়।ধীরে ধীরে ইটভাটার মালিকও খাবার দেওয়া বন্ধ করে দেন।বেশকিছুদিন থেকে অনেক কষ্টে দিন কাটছে তাদের।তাই নিরুপায় হয়ে হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা।
অন্যদিকে বিহার, বর্ধমান সহ বিভিন্ন জেলায় কর্মরত পরিযায়ী শ্রমিকরা পায়ে হেঁটে অসমে যাচ্ছেন।কেউ হয়তো সাইকেলে বা কেউ ভ্যান নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।সঙ্গে রয়েছে প্রচুর ছোটো ছোটো শিশু।তবে এই দীর্ঘ পথে কিছু মানুষ তাদেরকে খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করেছেন বলে জানিয়েছেন শ্রমিকরা।