সাম্প্রদায়িক সম্প্রীতির নির্দশন বিহারু হাটের ১০৮ বছরের পুজো

রাজগঞ্জ,১১ নভেম্বরঃ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন বিহারু হাটের ১০৮ বছরের কালীপূজা।


রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসী কাটা গ্রাম পঞ্চায়েতের বিহারু হাটে নিজে মুসলীম হয়েও ১৯১২ সালে নিজের হাতে কালী পূজা শুরু করেছিলেন বিহারু মহম্মদ বলে জানান তার নাতি আমিন হোসেন। সেই থেকে এই কালী পূজা হয়ে আসছে এবার ১০৮ বছরে পদার্পন করেছে।

আমিনবাবু বলেন,তার দাদু নিজে হাতে এই পূজা করতেন।পরবর্তীতে তার বাবা আব্দুল রহমান পূজার সমস্ত ব্যায়ভার বহন করতেন এবং ব্রাহ্মণ দিয়ে নিজে উপস্থিত থেকে পূজা করতেন।বর্তমানে সেই পরম্পরা মেনে তিনি পূজার সমস্ত ব্যায় বহন করেন এবং পূজারদিন বাড়িতে নিয়ম নীতি মেনে উপবাসও থাকেন তারা।


সুমন সাহা নামে পুজোর উদ্যোক্তা বলেন, এবছর করোনা পরিস্থিতির জন্য সেরকম ধুমধাম করে পূজা অনুষ্ঠিত হচ্ছে না।করোনা বিধি মেনে এবারের পূজা অনুষ্ঠিত হচ্ছে।এই পূজার একমাত্র ভরসা এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিম ভাইরা।তাদের সকলের আর্থিক সহযোগিতায় এই পুজো অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet giriş