রাজগঞ্জ, ৭ সেপ্টেম্বরঃ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে বিজয়িনী কর্মসূচি পুলিশের।জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে ও বেলাকোবা পুলিশ ফাঁড়ির সহযোগিতায় বেলাকোবা উচ্চবালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে তিনদিনব্যাপী এই কর্মসূচি গ্রহণ করা হয়।
জানা গিয়েছে, গত ৪ই সেপ্টেম্বর শুরু হয়েছিল বিজয়িনী কর্মসূচি, আজ তার শেষ দিন। শেষ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সৌবনিক মুখোপাধ্যায়, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।এছাড়াও এদিন উপস্থিত ছিলেন ডিএসপি শেরপা দোরজি লেপচা, রাজগঞ্জের আইসি অনুপম মজুমদার, বেলাকোবা ফাঁড়ির ওসি কে টি লেপচা, পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার সহ স্কুলের শিক্ষিকারা।
বিজয়িনী কর্মসূচির মাধ্যমে বিদ্যালয়ের ছাত্রীদের নারী পাচার, সাইবার ক্রাইম সহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়।এর পাশাপাশি যেকোনো বিপদ থেকে আত্মরক্ষার কৌশল শেখানো হয়।
পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রীরা।