শিলিগুড়ি, ১৯ জুলাইঃ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পার্কিং থেকে একের পর এক বাইক চুরির ঘটনায় ঘুম উড়েছিল পুলিশের।এই ঘটনার পর মেডিক্যালের সুরক্ষা এবং উত্তরবঙ্গ মেডিক্যাল ফাঁড়ির পুলিশের ভূমিকা নিয়েও উঠছিল প্রশ্ন।এরপরই চোরকে ধরতে উর্দি ছেড়ে লুঙ্গি পড়ে পার্কিংয়ে নজরদারি শুরু করে পুলিশ।আর তাতেই মিললো সাফল্য।
শুক্রবার রাতে পুলিশের জালে ধরা পড়লো বাইক চুরি চক্রের দুই সদস্য।ধৃতদের নাম সঞ্জু দাস(২৬) এবং ধীরজ কুমার রাম(৪২)।সঞ্জু এনজেপি’র ভোলা মোড় এবং ধীরজ কুমার বিহারের বাসিন্দা।পাশাপাশি চুরির বাইক কেনার অভিযোগে শাহিদ আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, সঞ্জু এবং ধীরজ পুরোনো অপরাধী।গত ৬ জুন সঞ্জু দাস মেডিক্যাল চত্বর থেকে বাইক চুরি করে ময়নাগুড়ির শাহিদ আলমকে বিক্রি করে।অভিযুক্তের বয়ানের ভিত্তিতে ময়নাগুড়িতে অভিযান চালিয়ে চুরির বাইক উদ্ধার করার পাশাপাশি শাহিদ আলমকে গ্রেফতার করে শিলিগুড়িতে নিয়ে আসে পুলিশ।
অন্যদিকে ধীরজ কুমারকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় সে বিহার থেকে এসে মেডিক্যাল ফাঁড়ি অন্তর্গত এলাকা থেকে বাইক চুরি করে চম্পট দিত।গত ১০ জুলাই একটি বাইক চুরি হয়েছিল।সেই ঘটনায় ধীরজ কুমার জড়িত।
ধৃত ৩ জনকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তার তদন্তে নেমেছে পুলিশ।