শিলিগুড়ি, ১৩ নভেম্বরঃ বাইক চুরির অভিযোগে ১ জনকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ।ধৃতের নাম বিজয় সাহা।
জানা গিয়েছে, মাঝেমধ্যেই এনজেপি স্টেশন চত্বরে পার্কিং থেকে বাইক চুরির ঘটনা ঘটে থাকে।গত ৬ নভেম্বর ফের সেই পার্কিং থেকে শিলিগুড়ির ৩৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবব্রত সাহার বাইক চুরি হয়।এরপরই এনজেপি থানায় চুরির অভিযোগ দায়ের করেন তিনি।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এনজেপি থেকে বিজয় সাহাকে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ।
তবে এখনও চুরি যাওয়া বাইক উদ্ধার করতে সক্ষম হয়নি পুলিশ।আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।