রাজগঞ্জ, ২১ জানুয়ারিঃ স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাইকের ধাক্কায় মৃত্যু হল এক পড়ুয়ার। মঙ্গলবার বিকেলে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে সাহুডাঙ্গি-গন্ডারমোড় রাজ্য সড়কের ডাঙ্গাপাড়া এলাকায়।
মৃত পড়ুয়ার নাম সুরজিৎ দাস, বয়স ৮ বছর।রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সিপাইপাড়া এলাকার বাসিন্দা ছিল পড়ুয়া।বিন্নাগুড়ি নাওয়াপাড়া বিএফপি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।
পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর নাগাদ স্কুল থেকে বাড়ি ফেরার পথে নাওয়াপাড়া সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় দ্রুত গতিতে আসা একটি বাইক সুরজিৎকে ধাক্কা মারে।রাস্তায় লুটিয়ে পড়ে সুরজিৎ। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
পড়ুয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।