রাজগঞ্জ , ২৮ নভেম্বরঃ বাইক ও ছোটো গাড়ির সংঘর্ষে আহত হল ১ জন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের জলপাইগুড়ি সদর ব্লকের দশদরগাতে।
জানা গিয়েছে, গতকাল রাতে জলপাইগুড়ির দিক থেকে আসা একটি বাইক দশদরগা এলাকায় ক্রসিং পার হওয়ার সময় বিপরীত ফুটে একটি ছোট গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ ঘটে।ঘটনায় বাইক আরোহী গুরুত্র আহত হন। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে বেলাকোবা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানাতরিত করা হয়। খবর পেয়ে ঘটনাচলে পৌঁছায় জলপাইগুড়ির কোতোয়ালি থানার ওরাজগঞ্জ থানার পুলিশ। গাড়ি দুটিকে উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।