বাইক ও স্কুটির সংঘর্ষে আহত দুই যুবক

ফুলবাড়ি, ৮ আগস্টঃ বাইক ও স্কুটির সংঘর্ষে আহত হলেন দুই যুবক।বুধবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চতুরাগছ এলাকায়।


জানা গিয়েছে, গতকাল রাত প্রায় ৯টা নাগাদ ফুলবাড়ি নতুন বাজার থেকে বাজার করে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।বাইক ও স্কুটির সংঘর্ষ হয়।ঘটনায় দুটি গাড়ির দুজন আহত হন।ঘটনার পর স্থানীয়দের সহযোগীতায় আহতদের ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasibom girişcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibom