শিলিগুড়ি, ৪ মেঃ শিলিগুড়িতে দেড় কোটি টাকা প্রতারণার মামলায় একটি বাইক শোরুমের অ্যাকাউটেন্টকে গ্রেফতার করলো প্রধাননগর থানার পুলিশ।ধৃতের নাম সোমনাথ বোস।
জানা গিয়েছে, শিলিগুড়ির বর্ধমান রোডে একটি বাইকের শোরুমে দীর্ঘদিন ধরে কাজ করছিল সোমনাথ বোস।কাজের মাধ্যমে মালিকের বিশ্বাস অর্জন করে সে।আর এরপরই শুরু হয় প্রতারণা।অভিযোগ, আসল ব্যাঙ্ক স্টেটমেন্ট লুকিয়ে জাল স্টেটমেন্ট তৈরি করে প্রতারণা করছিল সোমনাথ।কিছুদিন পর বিষয়টি নিয়ে সন্দেহ হয় শোরুম মালিকের।এরপর শোরুম মালিকে আসল ব্যাঙ্ক স্টেটমেন্ট খতিয়ে দেখতেই দেড় কোটি টাকার প্রতারণার মামলা সামনে আসে।
ঘটনার পরই সোমনাথ বোসের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়।তদন্তে নেমে শুক্রবার রাতে গুরুং বস্তিতে শোরুমের অফিস থেকে সোমনাথ বোসকে গ্রেফতার করে পুলিশ।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।