ফুলবাড়ি, ২২ জুলাইঃ বাইক ও টোটোর সংঘর্ষে আহত হলেন দুই বাইক আরোহী।রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি-আমবাড়ি তিস্তা ক্যানেল রাস্তার পুঁটিমাড়ি সংলগ্ন ছোবাভিটা এলাকায়।
জানা গিয়েছে, একটি বাইকে দুজন আমবাড়ির দিক থেকে ফুলবাড়ির দিকে যাচ্ছিল। ছোবাভিটা এলাকায় এলে একটি টোটোর সাথে সংঘর্ষ হয় বাইকের। রাস্তায় ছিটকে পড়েন দুজন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা ও নিউ জপাইগুড়ি থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।