রাজগঞ্জ, ২৮ জুলাইঃ স্কুল লিভিং সার্টিফিকেট না পাওয়ায় ফুলবাড়ির পূর্ব ধনতলা হাইস্কুলে বিক্ষোভ মাধ্যমিক পাশ পড়ুয়াদের।বুধবার স্কুল চত্বরে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা।তাদের অভিযোগ, স্কুল লিভিং সার্টিফিকেট না পাওয়ায় তারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারছে না।যদিও পরবর্তীতে এনজেপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গণেশ সরকার নামে এক ছাত্র জানায়, স্কুল লিভিং সার্টিফিকেট না পাওয়ায় অন্যান্য স্কুলে ভর্তির ক্ষেত্রে তারা ফর্ম ফিলাপ করতে পারছে না।এদিকে অন্যান্য বিদ্যালয়গুলিতে ফর্ম ফিলাপের মেয়াদও শেষ হয়ে আসছে।যে কারণে সমস্যায় পড়েছেন তারা।
সোমা সরকার নামে এক ছাত্রী জানায়, বিভিন্ন স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।সঠিক সময়ে স্কুল লিভিং সার্টিফিকেট না পেলে একটা বছর পিছিয়ে যেতে হবে।এমন হলে ভর্তির ব্যাপারে স্কুল কর্তৃপক্ষকে দায়িত্ব নিতে হবে।
স্কুলের ক্লার্ক কৃষ্ণ মন্ডল বলেন, এই সার্টিফিকেট দেওয়ার বিষয়টি প্রধান শিক্ষক দেখছেন।সার্ভারের সমস্যার জন্য দেরি হচ্ছে।বৃহস্পতিবার সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করা হচ্ছে।