রাজগঞ্জ, ১০ জুনঃ ফাটল ধরেছে বেসরকারি সংস্থার গোডাউনের দেওয়ালে।যে কোনও সময় ঘটে যেতে পারে বড় রকমের দুর্ঘটনা।এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের অধিকারপল্লীর বাসিন্দারা।
বুধবার এলাকার বাসিন্দারা তৃণমূলের দলীয় পতাকা নিয়ে গোডাউনের সামনে বিক্ষোভ দেখান।বাসিন্দাদের অভিযোগ, ওই গোডাউনের জল পাড়ার মধ্য দিয়ে বয়ে যাওয়ায় রাস্তা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে।গোডাউনের সীমানা প্রাচীর ভেঙে পড়ছে পাড়ার মধ্যে।এমনকি গোডাউনের দেওয়ালেও ফাটল ধরেছে।যে কোনো সময় বড় দুর্ঘটনার কবলে পড়তে পারে বাসিন্দারা।বিষয়টি গোডাউন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কোনও লাভ হয়নি।তাই নিরুপায় হয়ে তারা বিক্ষোভে সামিল হয়েছেন।
এদিকে এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান তৃণমূলের অঞ্চল সভাপতি তপন সিংহ, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পতলাল রায় এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য বিকাশ রায়।
তপনবাবু বলেন, গোডাউনের জল ছাড়াও সীমানা প্রাচীর ভেঙে পড়ায় অধিকারপল্লির মানুষের ক্ষতি হচ্ছে।প্রাণহানীরও সম্ভাবনা রয়েছে।গোডাউন কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা না নিলে আরও বড় আন্দোলন করা হবে।
এদিকে এই বিষয়ে গোডাউনের দায়িত্বে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান,সীমানা প্রাচীর মেরামত করা হচ্ছে।