পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ কর্মসূচিতে সামিল তৃণমূল কংগ্রেস

শিলিগুড়ি, ৮ জুলাইঃ পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি ও রেলকে বেসরকারিকরণ এর প্রতিবাদে শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হল তৃণমূল কংগ্রেস।


বুধবার নিজের পরিবারের সদস্যদের নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন ১৮ নম্বর ওয়ার্ড কো-অর্ডিনেটর নিখিল সাহানী।পাশাপাশি ওয়ার্ডের বিভিন্ন জায়গায় এই কর্মসূচিতে সামিল হন দলের অন্যান্য সদস্যরা।

অন্যদিকে, শিলিগুড়ি ২ নম্বর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি বেদব্রত দত্ত নিজের বাড়িতে অবস্থান বিক্ষোভ করেন।এছাড়াও ৪৬ নম্বর ওয়ার্ডের সমরনগর ছাড়াও শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস।   


প্রসঙ্গত, গত ৬ জুলাই থেকে ১৩ জুলাই রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে জেলার বিভিন্ন স্থানে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়েছে তৃণমূল নেতা নেত্রী থেকে সমর্থকরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibom 726Onwincasibom girişcasibomholiganbetbets10onwin girişcasibomJOJO BETgrandpashabetbahsegel girişonwincasino sitelericasibomcasibomcasibom