শিলিগুড়ি, ১৫ জানুয়ারিঃ একাধিক দাবিতে হাসমি চকে বিক্ষোভ প্রদর্শন করল পোড়াঝাড় কাওয়াখালি ভূমি রক্ষা কমিটি।শনিবার হাসমি চকে হাতে প্ল্যাকার্ড নিয়ে একাধিক দাবি তুলে ধরেন বিক্ষোভকারীরা।
জানা গিয়েছে, ফিল্ম সিটি নির্মানের লক্ষ্যে ২০০২ সালে পোড়াঝাড় কাওয়াখালি অঞ্চলের কৃষকদের জমি অধিগ্রহণ করেছিল তৎকালীন রাজ্য সরকার।পরবর্তীতে সরকার পরিবর্তনের পর আশ্বাস দেওয়া হয়েছিল কৃষকরা তাদের পুনর্বাসন পাবেন এবং অনিচ্ছুক কৃষকরা জমি ফেরত পাবেন।এরপরও কৃষকরা জমি ফেরত পাননি।অভিযোগ সেই জমি বেসরকারি সংস্থার হাতে এবং প্রোমোটারদের হাতে তুলে দেওয়া হয়।এই ঘটনার তীব্র নিন্দা করে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পোড়াঝাড়ের ক্ষতিগ্রস্থ কৃষকরা।
এদিন পোড়াঝাড় কাওয়াখালি ভূমি রক্ষা কমিটির সদস্য বাসুদেব বসু বলেন, শিলিগুড়ি পুরনিগম নির্বাচন হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবে জমি ফেরত এবং পুনর্বাসন না পাওয়া গেলে আমরা আন্দোলনে নামবো।পাশাপাশি সেখানকার প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হবে বলে জানান তিনি।