শিলিগুড়ি, ৯ ডিসেম্বরঃ বকেয়া বেতন সহ একাধিক দাবিতে শুক্রবার শিলিগুড়ি পলিটেকনিক কলেজের প্রধান গেটের সামনে বিক্ষোভে সামিল হল পশ্চিমবঙ্গ সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়ন।
তাদের অভিযোগ, বিগত প্রায় ২ মাস ধরে তাদের প্রাপ্য বেতন দেওয়া হয়নি, এছাড়া সিকিউরিটি ওয়ার্কার্সদের বছরে ২টো করে ইউনিফর্ম দেওয়ার কথা কিন্তু কাজে ঢোকার পর শুধুমাত্র একবার তাদের ইউনিফর্ম দেওয়া হয়েছে।এই সমস্ত দাবিতে এদিন বিক্ষোভে সামিল হন তারা।
এদিন শিলিগুড়ি পলিটেকনিক কলেজের অধ্যক্ষ্যের কাছে একটি স্মারকলিপি প্রদান করে তারা। চলতি মাসের ১৪তারিখের মধ্যে তাদের সমস্ত দাবি না মানা হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানা আন্দোলনকারীরা।