শিলিগুড়ি,১৪ অক্টোবরঃ না জানিয়েই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিভিন্নভাবে কেটে নেওয়া হচ্ছে টাকা।বেসরকারি ফাইনান্স কোম্পানির অফিসের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন গ্রাহকের।
শক্তিগড়ের বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাস জানান, ওই ফাইনান্স কোম্পানীতে তার কিছু টাকা লোন নেওয়া ছিল।তবে বিভিন্নভাবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত টাকা কেটে নেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ আনেন।এই বিষয়ে অফিসে কথা বলতে গেলে কোনোরকম সহযোগিতা তিনি পাননি বলে অভিযোগ।তার দাবি অফিস যাতে তার এই সমস্যার সমাধান করে এবং ভবিষ্যতে যাতে এভাবে কোনো অ্যাকাউন্ট থেকে টাকা না কাটা হয়।
অন্যদিকে সুকান্তপল্লীর বাসিন্দা রাজা ধর জানান, লকডাউনে তাকেও এই ফাইনান্স কোম্পানির জন্য বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছে।এরপরে তিনি সমস্ত টাকা শোধ করে দিলেও এখনও তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে যার ফলে রীতিমতো সমস্যায় পড়েছেন তিনি।এক্ষেত্রেও ওই ফাইনান্স কোম্পানির অসহযোগিতার অভিযোগ উঠছে।