লকডাউনে টোটো চললে, চলবে অটোও’-দাবিতে বিক্ষোভ সিটি অটো চালকদের

রাজগঞ্জ,১৯ মে: লকডাউনের মধ্যেও ফুলবাড়িতে চলছে টোটো।প্রশাসন এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না।তাই টোটো চললে সিটি অটোকেও চলতে দিতে হবে। বুধবার এই দাবিতে ফুলবাড়িতে বিক্ষোভ দেখান সিটি অটো চালকরা।


১৬ মে থেকে রাজ্যে ১৫ দিনের কড়াকড়ি লকডাউন শুরু হয়েছে। নির্দেশিকা অনুযায়ী জরুরী এবং অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া যানবাহন চলাচল করতে পারবে না। কিন্তু রাজগঞ্জের ফুলবাড়িতে টোটো চালাচল করছে বলে অভিযোগ সেখানকার সিটি অটো চালকদের।

সিটি অটো চালকরা বলেন, করোনা অতিমারির জন্য রাজ্য সরকার কার্যত লকডাউন ঘোষণা করেছে। আমরাও তা মেনে চলছি। কিন্তু টোটো চলাচল করছে। পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না। তাই টোটো চলাচল বন্ধ না হলে আমরাও সিটি অটো চালাবো।
যদিও টোটো চালকরা জানান, পেটের টানে তারা টোটো চালাতে বাধ্য হচ্ছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *