খড়িবাড়ি, ২৯ জুনঃ ফিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে পড়লেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ প্রশাসনের আধিকারিকরা।
জানা গিয়েছে, খড়িবাড়ির বুড়াগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের পাশে ফিকেল ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ শুরু ও সরকারি জমির বোর্ড বসানোর কাজ ছিল আজ। এদিন ঘটনাস্থলে কাজ শুরু করতেই শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ, বন ও ভূমি কর্মাদক্ষ কিশোরী মোহন সিংহ, খড়িবাড়ির বিডিও দীপ্তি সাউ, বুড়াগঞ্জ গ্ৰাম পঞ্চায়েত প্রধান অনিতা রায়কে ঘিরে ক্ষোভ দেখান স্থানীয়রা।যদিও খড়িবাড়ি থানার ওসি মনোতোষ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছিল।পরে স্থানীয়দের বুঝিয়ে সরকারি বোর্ড বসায় প্রশাসন।
স্থানীয়দের অভিযোগ, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের জেরে এলাকায় গন্ধ ও মাছিতে ভরে গিয়েছে।এরপরেও এখানে ফিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট করলে আরও বিপদ হবে।
অন্যদিকে সভাধিপতি অরুণ ঘোষ জানান, পরিবেশ বান্ধব প্রকল্পের কাজই এখানে হবে।