শিলিগুড়ি, ২৪ জুলাইঃ চিনা রসুন ভারতে নিষিদ্ধ।এরপরও এই নিষিদ্ধ রসুন শিলিগুড়ির বাজারে বিক্রি হচ্ছে।তবে প্রশাসন এই নিয়ে কিছুই করছে না।এমনই অভিযোগ তুলে প্রতিবাদে সরব হলেন শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটের ব্যবসায়ীরা।
জানা গিয়েছে, ভারতীয় সীমান্ত পার করে চিনা রসুন শিলিগুড়ির মার্কেটে নিয়ে আসা হচ্ছে।এরপর তা দেদারে বিক্রি করা হচ্ছে বাজারে।এই রসুন খাওয়ার ফলে মানুষের শরীরে ক্ষতিকর প্রভাব পড়বে।এই কারণে প্রতিবাদে সামিল হয়েছেন শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটের ব্যবসায়ীরা।পাশাপাশি এদিন প্রধাননগর থানায় স্মারকলিপিও প্রদান করেন তারা।
এদিন ব্যবসায়ীরা জানান, প্রশাসন যদি এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে তবে বৃহত্তর আন্দোলনে নামা হবে।