রাজগঞ্জ, ২০ জানুয়ারিঃ লাইসেন্স প্রাপ্ত বিলিতি মদের দোকানে বন্ধের দাবীতে আমবাড়িতে বিক্ষোভ দেখালেন মহিলারা। কিছুক্ষন পথ অবরোধেও সামিল হন তারা।
জানা গিয়েছে, প্রায় ৭ মাসে আগে আমবাড়ি চাকিয়াভিটা এলাকায় চালু হয় একটি ডিপার্টমেন্টাল স্টোর।সেই দোকানেই প্রায় ১ মাস আগে চালু হয় বিলিতি মদ বিক্রি।শনিবার লাইসেন্স প্রাপ্ত সেই বিলিতি মদের দোকানের সামনে বিক্ষোভ দেখালেন মহিলারা।প্রায় দুঘন্টা ধরে চলে বিক্ষোভ।বিক্ষোভের আশাপাশি পথ অবরোধেও সামিল হন তারা।
মহিলাদের অভিযোগ, এই মদের দোকানের কারণে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে।তাই আমরা এই মদের দোকান বন্ধের দাবিতে প্রশাসনিক একাধিক যায়গায় আবেদন করেছি।কিন্তু কোনো লাভ হয়নি।সন্ধ্যার পর মহিলাদের ওই এলাকা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়তে হচ্ছে।মদের কারনে প্রায় প্রতি বাড়িতে অশান্তি লেগে থাকে।তাই আজ আমারা বিক্ষোভে সামিল হয়েছি।আমরা চাই এই মদের দোকান বন্ধ করা হোক।আমাদের দাবি না মানা হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।
এদিকে ঘটনার খবর পেয়ে আমবাড়ি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন মহিলারা।