শিলিগুড়ি, ১৭ জানুয়ারিঃ ‘রাজনৈতিক দিক থেকে বিমল গুরুং ও রোশন গিরির সঙ্গে দেখা করার কোনো ইচ্ছে আমার নেই’ এমনটাই বললেন শিলিগুড়ির বিধায়ক তথা পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য।
সম্প্রতি বামফ্রন্টের জোট সঙ্গী দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকারের সঙ্গে বৈঠক করেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং ও রোশন গিরি।এরপরই অশোক ভট্টাচার্যের সঙ্গে দেখা করবেন এমনটাই গুঞ্জন শুরু হয়েছে।
সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘একজন জনপ্রতিনিধি হিসেবে যে কেউ আমার সঙ্গে দেখা করতে পারে।তবে রাজনৈতিক দিক থেকে বিমল গুরুং ও রোশন গিরির সঙ্গে দেখা করার কোনো ইচ্ছে আমার নেই।এছাড়া বিমল গুরুং যে দেখা করবেন সেই প্রস্তাবও এখনও আসেনি।সৌজন্যমূলক সাক্ষাৎকারের জন্য যদি কেউ আসে তবে জনপ্রতিনিধি হিসাবে দেখা করব’।