শিলিগুড়ি, ৭ ডিসেম্বরঃ দেশের জন্য দিদি যা ভাবছেন, এটাই ভালো।উনি যেভাবে কাজ করছেন ভালো করছেন।দিদিকে ন্যাশনাল ফিগার বানাতে আমরা তার পাশে আছি।১৫ দিবসীয় সফর শেষ করে এনজেপি স্টেশনে পৌঁছে এমনটাই বললেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং।
প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং ছয় সদস্যের একটি দলের সঙ্গে কলকাতা সফরে গিয়েছিলেন।সফরকালে বিমল গুরুং এবং তার দল রাজ্যের বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে দেখা করে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।যদিও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি তাদের।তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করেন তারা।পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য কমিটি গঠনের বিষয়ে অভিষেক ব্যানার্জির সঙ্গে আলোচনা করেন তারা।
কলকাতা সফর শেষ করে আজ এনজেপি স্টেশনে পৌঁছে বিমল গুরুং বলেন, কলকাতা সফর সফল হয়েছে।তারা খুশি।দিদিকে ন্যাশনাল ফিগার বানাতে দিদির পাশে রয়েছেন তারা।
অন্যদিকে পাহাড়ে দুটি নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে বিমল গুরুং বলেন, নতুন দল গঠনের জন্য দলের নেতৃত্বদের শুভেচ্ছা।দল নীতি মেনে চললেই ভালো।