শিলিগুড়ি,২ নভেম্বরঃ ‘বিমল গুরুং, রোশন গিরি আমাদের আতঙ্কের কারণ নয় বরং বিনয় তামাং বিমল গুরুংয়ের জন্য আতঙ্ক’।কলকাতায় নবান্নে মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে কার্যত বিমল গুরুংয়ের বিরুদ্ধে এমনই ভাবে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিনয় তামাং।
এদিন বিনয় তামাং বলেন, বিমল গুরুং প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এখনও কোনোরকম মন্তব্য করেননি তাই আমরা এ বিষয়ে কোন মন্তব্য করব না।তবে এটা খুব ভুল ধারণা যে বিমল গুরুং পাহাড়ে ফিরলে আমাদের রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে।বিমল গুরুং রোশনগিরী এই মুহূর্তে পাহাড়ের কোনও বিষয় নয়। বর্তমানে পাহাড় শান্ত রয়েছে।আনলক পর্বে পাহাড়ে এই মুহূর্তে পর্যটকদের আগমন শুরু হয়েছে।
বিনয় তামাং আরও বলেন, পাহাড়ে কেউ অশান্তি করতে চাইলে প্রশাসন রয়েছে।আমরা পাহাড়ে শান্তি চাই।বিমল গুরুং এর বিরুদ্ধে মামলা রয়েছে।আইন আইনের পথে চলবে।তবে পাহাড় শান্ত রয়েছে আর তার জন্যই আমরা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে যাচ্ছি।