‘আসন্ন নির্বাচন উপলক্ষে মোর্চা ও তৃণমূল যৌথভাবে বিভিন্ন কর্মসূচি নেবে’-বিমল গুরুং

কালচিনি,৪ ফেব্রুয়ারিঃ ‘আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে এবং তরাই-ডুয়ার্সে গোর্খা জনমুক্তি মোর্চা ও তৃণমূল কংগ্রেস যৌথভাবে বিভিন্ন কর্মসূচি গ্ৰহণ করেছে’। দলসিংপাড়ায় গোর্খা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এমনটাই বললেন বিমল গুরুং।


বিমল গুরুং বলেন, ‘বিজেপিকে শিক্ষা দিতে হবে এবং সেই লক্ষ‍্যে মোর্চা কর্মী ও  তৃণমূল একসাথে ময়দানে নেমে পড়বে এবং মোর্চা ও তৃণমূল যৌথভাবে বিভিন্ন কর্মসূচি নেবে’।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *