শিলিগুড়ি,২১ অক্টোবরঃ প্রায় তিনবছর পর প্রকাশ্যে এলেন বিমল গুরুং।২০১৭ এর পর এই প্রথমবার প্রকাশ্যে এলেন তিনি।সাংবাদিকদের মুখোমুখি হয়ে ২০২১ এর নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট করার ঘোষণা করলেন বিমল গুরুং।
বুধবার কলকাতার গোর্খা ভবনে একটি সাংবাদিক বৈঠক করার কথা ছিল বিমল গুরুং এর।কিন্তু খোলা হয়নি গোর্খাভবনের গেট।প্রায় আধঘন্টা অপেক্ষা করার পর অবশেষে সেখান থেকে বেরিয়ে যান বিমল গুরুং।
এরপর কলকাতার একটি নামকরা হোটেলে সাংবাদিক বৈঠক করেন বিমল গুরুং।বৈঠকে জানান, গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছি না।দীর্ঘ ৬ বছর ধরে গোর্খাল্যান্ডের জন্য কিছু করেনি বিজেপি সরকার।মোদি-অমিত শাহ প্রতিশ্রুতি রাখে নি।যারা গোর্খাল্যান্ডের জন্য কাজ করবেন তাদের সাথে আছি।২০২১ এর নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট বেঁধে লড়ব। তৃণমূলের সঙ্গে জোট করে এর জবাব দেব।আমি দেশদ্রোহী নই, আমি রাজনীতিবিদ।