বিনা নম্বরের টোটো শহরজুড়ে! অভিযানে নামল ট্রাফিক পুলিশ

শিলিগুড়ি, ১৯ জুলাইঃ শহরের প্রধান রাস্তাগুলি থেকে নম্বরবিহীন টোটোগুলিকে ধরতে অভিযানে নামল শিলিগুড়ি ট্রাফিক পুলিশ।সোমবার সকাল থেকে শহরের বিভিন্ন ট্রাফিক পয়েন্টে কয়েকশো বিনা নম্বরের টোটোকে ধরা হয়েছে।এছাড়াও সোমবার থেকে টিসি নম্বরের টোটোগুলিকেও এদিন ধরার প্রক্রিয়া শুরু হয়েছে।


শহরের প্রধান রাস্তাগুলিতে বেশকয়েকমাস ধরে বিনা নম্বরের টোটোগুলি চলাচল করছে।যার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছিল শিলিগুড়ি শহরে।কয়েকদিন আগে সিটি অটো চালকেরাও আন্দোলনে নেমে দাবি করেন, বিনা নম্বরের টোটোগুলিকে বন্ধ করতে হবে।এরপরই পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা আলোচনায় বসেন।প্রধান রাস্তায় বিনা নম্বরের টোটো বন্ধ করাতে মাইকিং করা হয়।

সোমবার সকাল থেকে শিলিগুড়ি জুড়ে বিভিন্ন ট্রাফিক গার্ড অভিযানে নামে।কয়েকশো বিনা নম্বরের টোটো আটকে দেওয়া হয়।এছাড়াও টিসি নম্বরের টোটোগুলিকেও ধরা হয়।লাগাতার এই অভিযান চলবে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশ আধিকারিকেরা।হিলকার্ট রোড, বিধান রোড, বর্ধমান রোড সহ প্রধান রাস্তাগুলিতে বিনা নম্বরের টোটো উঠতে দেখলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকেরা।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *