শিলিগুড়ি, ১১ মেঃ করোনার সময়ে মানুষকে সহায়তা করতে এগিয়ে আসছে নানা সংগঠন।বিনামূল্যে অক্সিজেন পরিষেবা থেকে শুরু করে খাবার, ওষুধ পৌঁছে দেওয়া হচ্ছে রোগীদের কাছে।যেভাবে অ্যাম্বুলেন্সের ভাড়া বাড়ছে তা দেখে মানুষকে সহযোগিতা করতে এগিয়ে এলো শিলিগুড়ি লাক্সারি ড্রাইভাস ইউনিয়ন।
করোনা রোগীদের বিনামূল্যে তারা গাড়িতে পৌঁছে দেবেন হাসপাতাল, নার্সিংহোমে।আপাতত ১৮টি গাড়ির মাধ্যমে তাঁরা এই পরিষেবা চালু করছে।মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমে গিয়ে তাঁরা এই পরিষেবা চালু করার কথা জানান।প্রশাসক মণ্ডলীর সদস্য অলোক চক্রবর্তীর হাতে তাঁদের গাড়ি চালকদের নাম ও মোবাইল নম্বরের একটি তালিকা তুলে দেন।
এদিন সংগঠনের সদস্যরা জানান, করোনা ও অসহায় রোগীদের স্বার্থে এগিয়ে আসা হয়েছে।শিলিগুড়ি ও আশপাশের এলাকায় এই পরিষেবা দেওয়া হবে।