শিলিগুড়ি, ২২ ডিসেম্বরঃ উজ্জ্বলা গ্যাস যোজনায় বিনামূল্যে গ্যাস পাইয়ে দেওয়ার নাম করে ফর্ম পিছু টাকা নেওয়ার অভিযোগ।শিলিগুড়িতে ধরা পড়ল ভুয়ো চক্র। ঘটনায় এক যুবককে হাতেনাতে ধরল শিলিগুড়ির পঞ্চানন কলোনির বাসিন্দারা। ধৃত যুবকের নাম রোহিত শাহ।তার কাছ থেকে প্রায় ৫০০ ফর্ম পাওয়া গিয়েছে।
জানা গিয়েছে, ওই যুবক বেশকিছুদিন ধরে পঞ্চানন কলোনি এলাকায় বাসিন্দাদের থেকে ২০০ টাকা করে ফর্ম ফিলাপের নামে তুলছিল।সে বাসিন্দাদের জানায় উজ্জ্বলা গ্যাস যোজনায় বিনামূল্যে গ্যাস পাবেন তারা।ফর্মের সঙ্গে আধার কার্ড, রেশন কার্ড ছবিও নেওয়া হত।বেশকিছুদিন ধরেই এভাবে প্রতি ফর্ম পিছু ২০০ টাকা করে তুলছিল যুবক।ফর্মে একটি গ্যাস এজেন্সিরও নাম লেখা দেখেন বাসিন্দারা।
সন্দেহ হওয়ায় বুধবার সেই গ্যাস এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন স্থানীয় কিছু বাসিন্দা।তখনই জানতে পারেন যে পুরোটাই একটি ভুয়ো চক্র।ওই গ্যাস এজেন্সির কর্মীই নয় ওই যুবক।এরপরই যুবককে আটকে রাখেন স্থানীয় বাসিন্দারা।তার কাছ থেকে প্রচুর ফর্ম উদ্ধার করা হয়।স্থানীয় বাসিন্দারাই প্রধাননগর থানায় খবর দেন।পরে যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।