ছেলের মৃত্যু করোনায়, স্মৃতি রক্ষার্থে বিনামূল্যে অক্সিজেন-অ্যাম্বুলেন্স পরিষেবা

শিলিগুড়ি, ২৪ মেঃ করোনা কেড়েছে ছেলের প্রাণ।আধুনিক চিকিৎসাতেও বাঁচানো যায়নি। গত ৪ মে শিলিগুড়ির বাসিন্দা ব্যবসায়ী অসমিত সিং সালুজার মৃত্যু হয়৷তাঁর স্মৃতি রক্ষার্থে করোনা রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স  ও অক্সিজেন পরিষেবা চালু করা হল।


অসমিত সিং সালুজার বাবা এসপি সিং সালুজার উদ্যোগে ও নিসকাম খালসা সেবা ফাউন্ডেশনের সহযোগীতায় সোমবার থেকে এই পরিষেবা চালু করা হল।শহরের করোনা রোগীদের অ্যাম্বুলেন্সে ফ্রি’তে হাসপাতাল, নার্সিংহোমে পাঠানো হবে। এছাড়া ৪ টি অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে বিনামূল্যে অক্সিজেন পরিষেবাও চালু হচ্ছে।আগামীতে আরও ১৫ টি সিলিন্ডার আনা হচ্ছে গুজরাট থেকে। শিলিগুড়ি পুরনিগমের তরফে এই অ্যাম্বুলেন্সের নম্বর শহরবাসীর জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে থাকবে।

 


অ্যাম্বুলেন্সের জন্য যোগাযোগ নম্বরঃ

9434001663

9832023306

9434019333

 

অক্সিজেনের জন্য যোগাযোগ নম্বর

9444001663

9434019685

9434019333

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *