আলিপুরদুয়ার,১৭ ফেব্রুয়ারিঃ মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তায় অভিনব উদ্যোগ টোটো চালকদের।
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা।পরীক্ষার্থীদের বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্র ও ফের পরীক্ষা শেষে বিনা ভাড়ায় পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিলেন কালচিনির হাসিমারার ১০৮ জন টোটো চালক।হাসিমারায় রয়েছে তিনটি স্কুল।সব মিলিয়ে পরীক্ষার্থীদের সংখ্যা প্রায় ৮০০ জন।পরীক্ষার দিন গুলিতে ওই পড়ুয়ারা যাতে নিশ্চিন্তে ও নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্র গুলিতে যাতায়াত করতে পারে সেই বিষয়টি মাথায় রেখেই ওই টোটো চালকরা এমন অভিনব মানবিক সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে।
https://m.facebook.com/story.php?story_fbid=1369175066600293&id=155287814655697
Plz be with us
JOY SREE RAM, JOY MODI, GOD BLESS THEM.