বিনা ভাড়ায় মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবে হাসিমারার ১০৮ জন টোটো চালক

আলিপুরদুয়ার,১৭ ফেব্রুয়ারিঃ মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তায় অভিনব উদ্যোগ টোটো চালকদের।


মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা।পরীক্ষার্থীদের বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্র ও ফের পরীক্ষা শেষে বিনা ভাড়ায় পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিলেন কালচিনির হাসিমারার ১০৮ জন টোটো চালক।হাসিমারায় রয়েছে তিনটি স্কুল।সব মিলিয়ে পরীক্ষার্থীদের সংখ্যা প্রায় ৮০০ জন।পরীক্ষার দিন গুলিতে ওই পড়ুয়ারা যাতে নিশ্চিন্তে ও নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্র গুলিতে যাতায়াত করতে পারে  সেই বিষয়টি মাথায় রেখেই ওই টোটো চালকরা এমন অভিনব মানবিক সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে।


2 thoughts on “বিনা ভাড়ায় মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবে হাসিমারার ১০৮ জন টোটো চালক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomcasibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişmeritking