শিলিগুড়ি, ২৭ নভেম্বরঃ বিনিয়োগের নাম করে শিলিগুড়ির এক ব্যক্তিকে ৪৭ লক্ষ টাকা প্রতারণার মামলায় পাঞ্জাব থেকে পঞ্চম অভিযুক্তকে গ্রেফতার করলো সিআইডি টিম।
জানা গিয়েছে, শিলিগুড়ির বাসিন্দা রাজেশ জয়সওয়াল ২০২৪ সালের ২৫ এপ্রিল শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় বিনিয়োগের নাম করে তার সঙ্গে ৪৭ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে এই অভিযোগ দায়ের করেন।তদন্তে নেমে পুলিশ সেই ব্যাংক অ্যাকাউন্টটি শনাক্ত করে যেখানে টাকা পাঠানো হয়েছিল।
পরে সেই অ্যাকাউন্টের মালিক পরমজিৎ সিং নামে এক ব্যক্তিকে দিল্লিতে গ্রেফতার করা হয়। কিন্তু পরে আদালত তাকে জামিন দেয়। সাইবার ক্রাইম পুলিশের তদন্তে অসন্তুষ্ট হয়ে অভিযোগকারী হাইকোর্টে আবেদন করে। আদালত পরে সিআইডিকে তদন্তের দায়িত্ব দেয়।এই ঘটনায় সিআইডি গুজরাটের তিন অভিযুক্তকে গ্রেফতার করে। তিনজনকে জিজ্ঞাসাবাদের পর সিআইডি পঞ্চম অভিযুক্তকে শনাক্ত করে।
অবশেষে পঞ্চম অভিযুক্ত কার্তিক ধুরিয়াকে পাঞ্জাব থেকে গ্রেফতার করে সিআইডি।তাকে ট্রানজিট রিমান্ডে এনে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। আদালত অভিযুক্তকে ১০দিনের সিআইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।
সিআইডি সূত্রে জানা গিয়েছে, কার্তিক এই ঘটনার মাস্টারমাইন্ড।সে ব্যাংক অ্যাকাউন্ট দেখতো।প্রতারণার টাকা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করত।এদিন আদালতে পেশ করার পর অভিযুক্তকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় সিআইডি।
