বিন্নাগুড়ি,১৪ ফেব্রুয়ারিঃ বিন্নাগুড়ি চা বাগানের মাদার্স ক্লাবের উদ্যোগে বাগানের হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত হল রক্তদান শিবির।জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় আয়োজিত এদিনের শিবিরকে ঘিরে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
জানা গিয়েছে, এদিনের শিবিরে ১০৩ জন শ্রমিক সহ বাগানের বাসিন্দারা রক্তদান করেন।বিন্নাগুড়ি চা বাগানের ম্যানেজার নীরেন মিত্র বলেন, বিন্নাগুড়ি চা বাগানকে মাদক মুক্ত বাগান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মহিলা শ্রমিকদের নিয়ে মাদার্স ক্লাব গঠন করা হয়েছিল।সম্প্রতি মাদার্স ক্লাব সরকারী রেজিস্ট্রেশন পেয়েছে।তাই সমাজসেবা মূলক কাজের অঙ্গ হিসেবে মহিলারা রক্তদান শিবিরের আয়োজন করেছেন।