শিলিগুড়ি, ২৫ মার্চঃ বাড়ি থেকে কর্মসূত্রে যোগ দিতে বেরিয়ে বিপাকে উত্তর প্রদেশের বাসিন্দা জ্যোৎস্না খুরানা।অবশেষে এনজেপি থানার পুলিশের সহযোগিতায় মিলল সুরাহা।
জানা গিয়েছে, উত্তর প্রদেশের বাসিন্দা জ্যোৎস্না খুরানা পুর্ব সিকিমের জহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে কর্মরত।গত ২৩ মার্চ কাজে যোগ দিতে সিকিম পৌঁছান।
তবে করোনা ভাইরাসের কারনে সিকিম সীমান্তে তাকে আটকে ফিরিয়ে দেওয়া হয়। অবশেষে শিলিগুড়িতে ফিরে এসে এনজেপি সংলগ্ন একটি হোটেলে আশ্রয় নেন।তবে কেন্দ্রীয় সরকারের লাগাতার ২১দিন লকডাউন ঘোষণার পর বিপাকে পরেছেন ওই মহিলা।দেখা দিয়েছে অর্থসংকট।হোটেলে থাকার অর্থ তো দূরের কথা, খাবারের জন্যও টাকার অভাবে হিমশিম খাচ্ছেন তিনি।
অবশেষে সহযোগিতার জন্য এনজেপি থানা পুলিশের দ্বারস্থ হয়।সমস্ত বিষয় জানার পর থানার ওসি অনির্বাণ ভট্টাচার্য তার সাহায্য এগিয়ে আসেন।হোটেল থেকে শুরু করে খাওয়া এমনকি সিকিমে পৌছানোর ব্যবস্থা করে দেন তিনি।পুলিশের এমন ভূমিকায় খুশি জ্যোতস্না খুরানা।