আলিপুরদুয়ার, ২৮ সেপ্টেম্বরঃ উত্তরবঙ্গে টানা বৃষ্টি।বিপদ সীমার উপর দিয়ে বইছে মাদারিহাটের জামতলা এলাকার বাঙরি নদীর জল।নদীর দুপাশে অপেক্ষারত বহু মানুষ।মাদারিহাট থেকে টোটোপাড়া, হাণ্টাপাড়া, বল্লালগুড়ি এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন।
জানা গিয়েছে, ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টি ও জেলায় টানা বৃষ্টির ফলে বাঙরি নদীর জল বৃদ্ধি পেয়েছে।
মাদারিহাটের জামতলা এলাকায় রাস্তায় উপর দিয়েই বইছে বাঙরি নদীর জল।বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ।রাস্তার উপর দিয়ে জল যাওয়ার ফলে আটকে পড়েছেন বহু মানুষ।প্রতিবছরই এই সমস্যায় পড়তে হয় বলে জানান স্থানীয়রা।