শিলিগুড়ি,১৮ জানুয়ারিঃ শিলিগুড়ি পুরনিগমের ১৮ নম্বর ওয়ার্ডের বাগরাকোট এলাকায় বিপজ্জনক অবস্থায় রয়েছে একটি বৈদ্যুতিক খুঁটি।খুঁটিটি সম্পুর্ন হেলে বৈদ্যুতিক তারেই আটকে রয়েছে।স্থানীয় ব্যবসায়ীরা জানান, বৈদ্যুতিক খুঁটিটি যে অবস্থায় আছে তাতে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে।
এদিকে এই বিষয়ে ওয়ার্ড কো -অর্ডিনেটর নিখীল সাহানী জানান, খুঁটিটি রেল দপ্তরের অধীনে হওয়ায় বিষয়টি নিয়ে বেশ কয়েকবার তাদের দ্বারস্থ হওয়ার পরও সমস্যা সমাধানে কোনও উৎসাহ দেখায়নি রেল দপ্তর।এই কদিনের মধ্যে সমস্যার সমাধান না হলে আগামী বৃহস্পতিবার স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের নিয়ে বিক্ষোভে নামবেন তিনি।