শিলিগুড়ি,১১ জুনঃ ফের শিলিগুড়ির কাওয়াখালিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার।মৃত মহিলার নাম মায়া চক্রবর্তী(৫০)।বাড়ি মেডিকেল ঠিকনিকাটা এলাকায়।
শনিবার স্কুটিতে করে স্বামী বিজয় রতন চক্রবর্তীর সঙ্গে রবীন্দ্রনগরে যাচ্ছিলেন ওই মহিলা।কাওয়াখালি এলাকায় আচমকা স্কুটিটি নিয়ন্ত্রণ হারালে রাস্তায় ছিটকে পড়েন মহিলা।সেইসময় পেছন থেকে আসা একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার।
এদিকে ঘটনার পর পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মৃতের পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা।তাদের অভিযোগ,এলাকায় প্রায়ই দুর্ঘটনা হয় এবং প্রাণহানি ঘটছে।কিন্তু কোনও ভ্রূক্ষেপ নেই প্রশাসনের।দুর্ঘটনাপ্রবণ এই এলাকাটিতে কোনও ট্রাফিক পুলিশও মোতায়েন থাকে না।যে কারণে ট্রাফিক নিয়ম অমান্য করে বড়-বড় যানবাহনগুলি দ্রুত গতিতে চলে।আর সে কারনেই পথ দুর্ঘটনা বাড়ছে।
ইতিমধ্যেই ঘাতক বাস চালককে গ্রেফতার করেছে এনজেপি থানার পুলিশ।অন্যদিকে খবর পেয়ে পৌছান এডিসিপি ট্রাফিক পূর্নিমা শেরপা।তিনি ঘটনার দুঃখ প্রকাশ করেন এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।
