শিলিগুড়ি, ২৫ সেপ্টেম্বরঃ লক্ষাধিক টাকার অবৈধ মদ সহ ৩ জনকে আটক করল বাগডোগরা সার্কেলের আবগারি দপ্তর।ধৃতের নাম সতীশ নন্দল(৫৩), অমিত(৩০) এবং সাহারুদ্দীন(৩০)।তিনজনই হরিয়ানার বাসিন্দা।
জানা গিয়েছে, শুক্রবার রাতে বাগডোগরা সার্কেলের আবগারি দপ্তরের ওসি সুভাষ হালদারের নেতৃত্বে ফুলবাড়ি-ঘোষপুকুর এলাকায় অভিযান চালিয়ে একটি ঝাড়খন্ড নম্বর ও একটি রাজস্থান নম্বরের গাড়ি আটক করা হয়।ট্রাকদুটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমান অবৈধ মদ।মদের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তিনজনকে আটক করে আবগারি দপ্তর।প্লাইউডের আড়ালে এই মদ অরুনাচল প্রদেশে পাচার করার উদ্দেশ্য ছিল বলে জানা গিয়েছে।
বাগডোগরা সার্কেলের আবগারি দপ্তরের ওসি সুভাষ হালদার বলেন, গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়।ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।
এই বিষয়ে দার্জিলিং জেলা আবগারি বিভাগের সুপারিটেনডেন্ট প্রবীন থাপা বলেন, বাগডোগরা সার্কেলের আবগারি দপ্তর একটি বড় সফলতা পেয়েছে।অরুনাচল প্রদেশে মদ পাচারের উদ্দেশ্য ছিল।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাগডোগরার আবগারি বিভাগ।