শিলিগুড়ি, ৩ নভেম্বরঃ বিপুল পরিমান গাঁজা সহ দুজনকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ।ধৃতদের নাম কনক বর্মন এবং দিলীপ বর্মন।দুজনই কোচবিহারের সাহেবগঞ্জের বাসিন্দা।
জানা গিয়েছে, গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে যে লক্ষাধিক টাকার গাঁজা কোচবিহার থেকে ফুলবাড়ি হয়ে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে।সেই খবরের ভিত্তিতে ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ২১০ কেজি গাঁজা সহ দুজনকে গ্রেফতার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া গাঁজার বাজারমুল্য আনুমানিক ৩০ লক্ষ টাকা।বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।