শিলিগুড়ি, ১৯ ফেব্রুয়ারিঃ অবৈধভাবে গোডাউনে মজুত করে রাখা হয়েছিল মাদক দ্রব্য।অভিযান চালিয়ে সেই গোডাউন থেকে প্রচুর পরিমাণে মাদক দ্রব্য উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসওজি টিম।
জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগমের ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মডেল বয়েজ ক্লাব সংলগ্ন এলাকায় একটি বাড়িতে গোডাউনে অভিযান চালানো হয়।উদ্ধার হয় প্রচুর পরিমাণে নেশার ট্যাবলেট এবং নিষিদ্ধ কাফ সিরাপ।
এসওজি সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর আসে যে ৪ নম্বর ওয়ার্ডে ওই বাড়িতে প্রচুর পরিমাণে মাদক দ্রব্য মজুত করে রাখা হয়েছে।এরপরই অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে মাদক দ্রব্য উদ্ধার হয়।ঘটনায় বাড়ির মালিক সহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে এসওজি।
উল্লেখ্য, ২০২১ সালে শিলিগুড়িকে মাদক মুক্ত শহর করতে ‘সে নো টু ড্রাগস’ অভিযান শুরু করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।এই অভিযানের আওতায় ৪৬ কোটি টাকার মাদক দ্রব্য উদ্ধার করে পুলিশ।

