শিলিগুড়ি, ২৭ নভেম্বরঃ অবৈধ মদের কারবারের পর্দাফাঁস করলো মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। ধৃতের নাম কানাইয়া কুমার(২১)।বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দীর্ঘদিন ধরে মাটিগাড়ার চাঁদমুনি এলাকায় একটি বাড়ি ভাড়া করে মদের কারবার করে আসছিল।সিকিম থেকে অবৈধভাবে প্রচুর পরিমাণে বিদেশী মদ এনে শিলিগুড়িতে ভাড়া বাড়িতে মজুত করত। এরপর বিহারে চড়া দামে বিক্রি করত।
গোপন সূত্রে এই খবর পেয়ে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ বুধবার রাতে সেই ভাড়া বাড়িতে অভিযান চালায়। ঘটনাস্থল থেকে মোট ৭৪৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।ঘটনায় গ্রেফতার করা হয় যুবককে।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
