শিলিগুড়ি, ৫ ফেব্রুয়ারিঃ বীর চিলা রায়ের ৫১৩ তম জন্মজয়ন্তী উপলক্ষে কামতা কালচারাল সোসাইটি এবং বৈকুন্ঠপল্লী রাজবংশী সমাজ কল্যান সমিতির যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হল।
এদিন শালুগাড়া থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে।শোভাযাত্রার রাজবংশী সম্প্রদায়ের বহু মানুষ অংশগ্রহণ করেন।এদিন শোভাযাত্রার পাশাপাশি একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, চিলা রায় ছিলেন কোচ রাজবংশের সাহসী ও পারদর্শী সেনাপতি।তার প্রকৃত নাম শুক্লধ্বজ।তার জন্মদিন মাঘী পূৰ্ণিমায়।তাই প্রতিবছর মাঘী পূর্নিমার দিন বীর চিলা রায় দিবসে জন্মজয়ন্তী পালন করা হয়ে থাকে।