শিলিগুড়ি ,২৩ ডিসেম্বর: বিরল রোগে আক্রান্ত এক যুবকের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল ইয়ুথ ফাউন্ডেশনের একদল যুবক।
ইস্টার্ন বাইপাসের ঢাকেশ্বরী মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা ৩২ বছরের রাজেশ নমোদাস দীর্ঘদিন ধরে মাথার জটিল রোগে ভুগছেন। একাধিক চিকিৎসকের শরণাপন্ন হলেও এখনও পর্যন্ত কোনও সুফল মেলেনি।মাছ বিক্রি করে কোনওরকমে সংসার চালান রাজেশ।পরিবারে রয়েছে বাবা, মা, স্ত্রী এবং ছোট দুই কন্যা। রাজেশ অসুস্থ হয়ে পড়ায় সংসার ও তার চিকিৎসার খরচ চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
এই পরিস্থিতিতে রাজেশ ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছে ইয়ুথ ফাউন্ডেশন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজেশকে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো হবে।তার জন্য আর্থিক সহায়তাও তুলে দেওয়া হবে।
সংগঠনের মানবিক প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।বর্তমানে আশার আলো দেখছেন রাজেশ ও তার পরিবারের সদস্যরা।
